চসিক নির্বাচনে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২১, ২০:৪৬
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে পাহাড়তলী আমবাগান ইউসেপ কারিগরি ভোটকেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলাউদ্দিন নামে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যুর সংবাদ জানা যায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, ‘আমবাগান থেকে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।