চসিক নির্বাচনে ভোট দিলেন ১১৫ বছরের বৃদ্ধা

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২১, ২১:২০

১১৫ বছর বয়সী বৃদ্ধা হজরুন নেসা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে খুলশী থানাধীন ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ‌্যে সংঘর্ষের মধ্যেও সবার নজর কাড়লো ১১৫ বছর বয়সী বৃদ্ধা হজরুন নেসার ওই কেন্দ্রে ভোট দিতে আসা।

জানা যায়, হজরুন নেসা আমবাগান এলাকায় থাকেন। তার দুই মেয়ে, দুই ছেলে। এক ছেলে মারা গেছেন। তিনি থাকেন মেয়ের কাছে। ভোট দিয়ে তিনি বললেন, ভোট দিতে আনন্দ লাগে। পাকিস্তান আমল থেকে ভোট দিচ্ছি। প্রতিবার যোগ্য প্রার্থীকে ভোট দিই।

তখন তিনি আরও বলেন, সংঘর্ষ হয়েছে জানি, জীবনের শেষ বয়স। জীবনের মায়া নেই। ভয় লাগে না। ভয় পেলে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে না। তাই সংঘর্ষ, মারামারির মধ্যেও নিজের ভোট দিলাম।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top