নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

Nasir Uddin | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ২১:৩৫

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন রং মিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাঁকাপুর এলাকায় দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম ও মান্দা থানার সতিহাট এলাকার বাসিন্দা নুর আলম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চৌবাড়িয়া এলাকায় একটি বিল্ডিংয়ের রং মিস্ত্রির কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট সড়কের বাঁকাপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির তিন আরোহী ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তাদের পিষে দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বাকিদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে সেখানে তারা মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top