ময়মনসিংহে পৌঁছেছে ৩ লাখ ২৪ হাজার করোনা টিকার ডোজ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২১, ০৩:৪৬

ময়মনসিংহে পৌঁছেছে ৩ লাখ ২৪ হাজার করোনা টিকার ডোজ

ময়মনসিংহে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে পৌঁছেছে ৩ লাখ ২৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এবিএম মশিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যাকসিন গ্রহণের পর তা জেলা ইপিআই কোল্ড রুমে রাখা হয়েছে।

ভ্যাকসিন গ্রহণের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. পরিক্ষিত কুমার পাড়, অ্যাডিশনাল এসপি মো. হাফিজুর রহমান, ম্যাজিস্ট্রেট মাইদুল, ড্রাগসুপার মো. বারিসহ অন্যান্যরা।

তিনি আরও বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ মহানগরীতে ৮টি কেন্দ্রে করোনার টিকা প্রয়োগ করা হবে। প্রতি কেন্দ্রে চারজন নার্স ও চারজন ভলান্টিয়ার রাখা হবে। প্রতি উপজেলায় দুটি করে করোনার টিকা প্রয়োগের কেন্দ্র খোলা হবে। প্রতি কেন্দ্রে দুজন নার্স ও চারজন ভলান্টিয়ার রাখা হবে। প্রথম পর্যায়ে সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার কিছু নির্বাচিত মানুষকে টিকা প্রয়োগ করা হবে।’

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top