বিজয় দিবসে ফরিদপুরে সড়কে ঝরল ৩ প্রাণ
Nasir Uddin | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:৩২
ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ফরিদপুর শহরের পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪৫) ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলা সদর এলাকার খলাবাড়ির বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ ৫০)।
ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে অজ্ঞাত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া নিহত হন। সঙ্গে থাকা আরোহী খন্দকার মামুনুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বিকেলে নগরকান্দা কলেজের সামনে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে খালিদ মাতবর নামে এক কিশোরের মৃত্যু হয়। সে ওই উপজেলার বালিয়া গ্রামের বেলায়েত মাতবরের ছেলে। নিহত খালিদ নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফর আলী জানান, কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আহত ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়: ফরিদপুর ভাঙ্গা সড়ক দুর্ঘটনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।