গাজাজুড়ে ভয়াবহ হামলা ইসরায়েলের, দুই দিনে নিহত ১৩৮
Nasir Uddin | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৫, ১১:৩১
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে থামছেই না ইসরায়েলি বর্বরতা। দখলদার ইসরাইলের বিমান হামলায় গাজায় গত ২ দিনে নিহত হয়েছেন ১৩৮ জন। এর মধ্যে বৃহস্পতিবার (দোসরা জানুয়ারি) ৭৭ জন এবং শুক্রবার (৩রা জানুয়ারি) অন্তত ৬১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবারের (দোসরা জানুয়ারি) হামলায় নিহত এবং আহতদের সংখ্যা জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবারের হামলায় গাজা উপত্যকার অন্তত ৮টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী। এতে ৭৭ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১৪৫ জন।
দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে ইসরাইলি বাহিনী বোমা হামলায় সাতজন আহত হয়েছে। এছাড়া দক্ষিণে রাফাহ শহরের উপকণ্ঠে বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতেও গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। বাদ যায়নি মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবির। আর্টিলারি গুলি চালানো হয়েছে সেখানে। উত্তরে গাজা শহরের সাবরা পাড়ায় আল-মাগরিবি সড়কের একটি বাড়িকে লক্ষ করে অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী।
গাজার উত্তরাঞ্চলে ইন্দোনেশিয়ান হাসপাতালের দিকে ভারী মেশিনগান ব্যবহার করে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। বৃহস্পতি ও শুক্রবারের হামলার পর গাজায় ইসরাইলি বাহিনীর গত ১৫ মাসের অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৭১৯ জনে। সেই সঙ্গে এই সময়সীমায় আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৮ হাজার ৫৮৩ জন।
তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ ঘর-বাড়ি এবং বিভিন্ন ভবনের ধ্বংসস্তুপের তলায় যারা চাপা পড়েছেন, তাদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি।
২০২৩ সালে ইসরাইলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।