তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৫৫

তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ

কয়েক দিনের তীব্র শীত আর শৈত্য প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চল। নাজেহাল হয়ে পড়েছে জনজীবন। পশু-পাখি ও প্রাণিকুলের নাকাল অবস্থা।

সোমবার দিনাজপুরে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া নীলফামারী জেলার সৈয়দপুরে ৬ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড় জেলার তেতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও রংপুরে ৭ সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ।

কনকনে শীত ও হিমেল বাতাসের তীব্রতায় মানুষ অসহায় হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বের হচ্ছে না কেউ। শীতের তীব্রতায় বাড়ছে মানুষের রোগ-বালাই। কনকনে বাতাসে চরম বিপাকে শিশু ও বৃদ্ধরা।

দিনাজপুর জেনারেল হাসপাতাল, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও অরবিন্দু শিশু হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেডেছে।

বিশেষ করে গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছে অসহায়-দরিদ্র ছিন্নমূল মানুষ। অনেকে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দিনের বেলায় রাস্তায় চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। বেড়েছে সড়ক দুর্ঘটনা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top