রোহিঙ্গা ক্যাম্পে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু
Nasir Uddin | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৪১
কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরে ঘুমন্ত এক শিশুর প্রাণ গেছে; নিখোঁজ রয়েছে আরও দুইজন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মোছনী ২৬ নম্বর ক্যাম্পের জি-২ ব্লক থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ওই ক্যাম্পের সহকারী ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) মোস্তাক আহমেদ।
নিহত আয়েশা সিদ্দিকা ক্যাম্পের জি-২ ব্লকের ইব্রাহিমের মেয়ে। তবে আহত ও নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি। ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউসার সিকদার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও নাম ও পরিচয়ের পাশাপাশি কতজন আহত হয়েছে তাৎক্ষণিক এসব তথ্য জানাতে পারেননি।
নয়াপাড়া মোচনী ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম বলেন, হঠাৎ করে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ক্যাম্পের জি ব্লকে আগুন লাগে। তখন আমরা আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি ঘরের ভেতরে একটি শিশু পুড়ে মারা যায়। ক্যাম্প থেকে ৩ জন নিখোঁজ রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় পার্শ্ববর্তী রোহিঙ্গা শিবিরগুলোর মসজিদ, মাদ্রাসা ও স্কুলসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়া হয়েছে।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মুকুল কুমার নাথ বলেন, আগুন নিয়ন্ত্রণে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট অংশ নেয়। তবে তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় রোহিঙ্গা ও এপিবিএন সদস্যদের চেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে। পুড়ে যাওয়ার শিশুর মরদেহ এপিবিএন পুলিশের হেফাজতে রয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।