বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

গাজীপুরে ৪৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

গাজীপুর থেকে | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২১, ০২:২৩

গাজীপুরে ৪৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকা থেকে সোমবার (১ ফেব্রুয়ারি) ৩টার দিকে ৪ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুর মেট্রোপলিটন সদর থানার দক্ষিণ সালনা এলাকার মো. কায়েস, একই থানার পশ্চিম বিলাসপুর এলাকার মো. জহির উদ্দিন জনি, মো. আমির হোসেন, নিলেরপাড়া এলাকার পারভেজ আহম্মেদ পনির, মুন্সিপাড়া এলাকার মো. হৃদয়, ভোরা এলাকার মো. রিপন।

র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের একটি অভিযানিক দল দক্ষিণ সালনা পূর্বপাড়ার গ্রেপ্তারকৃত কায়েসের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ৪ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ হাজার ৮৩০ টাকা এবং ৬ টি মোবাইল ফোনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা পরস্পর যোগসাজশে চোরাইপথে ইয়াবা ট্যাবেলেট আমদানি করে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top