শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ২

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২১, ০৩:১৯

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ২

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বালুচড়া এলাকায় সোমবার (১ জানুয়ারি) দুপুরে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে ২ নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত দুই শ্রমিক হলেন আবুল কালাম ও মো. সুমন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই দুই শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন একতলা ভবনের ছাদ সেন্টারিং ভেঙে ধসে পড়ে সোমবার দুপুরে। খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নির্মাণাধীন ওই ভবনের ছাদ ধসে পড়ায় দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top