বগুড়ায় মদপানে ১০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২১, ২১:২২
বগুড়ায় বিষাক্ত মদপান করে ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর থেকে বিকেলের মধ্যে বগুড়া শহরের পুরান বগুড়া তিন মাথা, ভবের বাজার, কাহালু, ফুলবাড়ি এবং কাটনারপাড়া এলাকায় সাতজনের মৃত্যু হয়।
তারা হলেন- রাজমিস্ত্রী রমজান আলী, সুমন, চা বিক্রেতা সাজু, বাবুর্চি মোজাহার আলী, পলাশ, আলমগীর ও অটোচালক আব্দুল কালাম।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, পুরান বগুড়ার দিয়াবাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে হোমিওপ্যাথি দোকান থেকে আনা রেকটিফায়েড স্পিরিট পান করেন কয়েকজন। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে শহরের কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় মদপান করেন আরো কয়েকজন। তারাও অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সাত জনের মৃত্যু হয়।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: বগুড়া মদপানে ১০ জনের মৃত্যু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।