পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মাদারীপুর থেকে | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২১, ০১:২৬

পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পঞ্চম ধাপের মাদারীপুর ও শিবচর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মেয়র পদে মোট ৫ জন ও কাউন্সিলর পদে ৫১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন স্ব-স্ব প্রার্থীরা।

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদারীপুর ও শিবচর পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মাদারীপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খালিদ হোসেন ইয়াদ, বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী আসমত আলী ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত খান মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলর পদে ২৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিকে শিবচর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওলাদ হোসেন খান মনোনয়নপত্র দাখিল করেছেন। আর কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৪ ফেব্রুয়ারি হবে মনোনয়নপত্র যাছাইবাছাই, ১১ ফেব্রুয়ারি প্রত্যাহার ও ১২ ফেব্রুয়ারি প্রতিক বরাদ্দ হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top