ব্রাহ্মণবাড়িয়ায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

Nasir Uddin | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৩১

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষুতারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিষুতারা গ্রামের আজাদ মিয়া (৫৫) ও তার প্রতিপক্ষ আনামত মিয়া (৬০) এ। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, বিশুতারা আজাদ আলী ও ইনসান মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার ভোরে ইনসানের লোকজন আজাদের ওপর হামলা করে। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সকালে এই খবরে আজাদের লোকজন ইনসানের লোকজনের বাড়িতে হামলা করে। পরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় হামলায় গুরুত্বর আহত হন আনামত মিয়া তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে আজাদ আলী ও আনামত মিয়া মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top