উত্তরবঙ্গে পেট্রলপাম্পে ধর্মঘট প্রত্যাহার

Nasir Uddin | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:১৬

ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এর আগে পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বিষয়ে দুপুরে পেট্রলপাম্প মালিকদের সঙ্গে বৈঠকে বসে বগুড়া জেলা প্রশাসন। বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে, বিকেল ৪টার দিকে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

উত্তরবঙ্গ ট্যাকলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজিজুল ইসলাম জানান, সড়ক ও জনপথ অধিদতর নওগায় বিনা নোটিশে পেট্রোল পাম্প উচ্ছেদ ও রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাজশাহি ও রংপুর বিভাগে পেট্রোল পাম্প মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও বিপণন না করার সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত মোতাবেক বুধবার সকাল থেকে জ্বালানি তেল উত্তোলন, সরবরাহ ও বিপণন বন্ধ থাকা অবস্থায় দুপুর দুইটার দিকে বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশনের চেয়ারম্যান এর আমন্ত্রণে বাংলাদেশ পেট্রোলিয়ম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস ও এজেন্ট এবং পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দাবি পূরণের আশ্বাসে চলমান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top