কিশোরগঞ্জে মাসব্যাপী উশু প্রশিক্ষণ উদ্বোধন
কিশোরগঞ্জ থেকে | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৫৬
কিশোরগঞ্জে মাসব্যাপী উশু প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিন সবুজ।
জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, এক মাসব্যাপি এ প্রশিক্ষণে নানা বয়সের ৯০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৫৫ জন ছেলে এবং ৩৫ জন মেয়ে রয়েছে। প্রশিক্ষণে কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় উশু কোচ আল আমিন।
প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কিশোরগঞ্জ উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।