লামায় রাবারবাগান থেকে ২২ শ্রমিক অপহরণ

Nasir Uddin | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:৫৭

ফাইল ছবি

বান্দরবানের লামায় আবারও ২২ রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরিপাড়া থেকে তাদের অপহরণ করা হয়।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে অপহৃতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে অপহৃত শ্রমিকদের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানান তাঁরা।

জানা যায়, সকালে গয়ালমারা রাবারবাগান এলাকায় বাগানের কাজ করতে যান ২২ শ্রমিক। সেখান থেকে আজ দুপুরে সশস্ত্র একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে রাবার শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায়। তবে তারা পাহাড়ের কোন সশস্ত্র সংগঠনের সদস্য তা জানা যায়নি। ঘটনার পর খবর পেয়ে শ্রমিকদের উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, ‘অপহরণের বিষয়ে শুনেছি, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউপি থেকে দুই দফায় ১৪ শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top