আমতলীতে দলিল লেখকদের কলম বিরতি

বরগুনা থেকে | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩২

আমতলীতে দলিল লেখকদের কলম বিরতি

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বরগুনার আমতলী ও তালতলী উপজেলার সাধারণ জনগণের জনভোগান্তি দূর করার জন্য আমতলী উপজেলায় একজন স্থায়ী সাব-রেজিস্টার দাবিতে কলম বিরতি করছেন দুই উপজেলার দলিল লেখকরা।

জানা গেছে, আমতলী ও তালতলীতে অর্থাৎ এই দুই উপজেলার জন্য একজন সাব রেজিস্টার বরাদ্দ। কিন্তু দুঃখের বিষয় যে গত ১৮.১১.২০২০ ইং তারিখ হতে এই দুই উপজেলার জন্য মোহাম্মদ মাসুম শিকদার নামে একজন অস্থায়ী সাব-রেজিস্টার দেয়া হয়েছে। যিনি পূর্ণ দায়িত্বে আছেন অত্র জেলার পাথরঘাটা উপজেলায়। পাথরঘাটা উপজেলা থেকে এসে সপ্তাহে দুদিন বুধ ও বৃহস্পতিবার আমতলী রেজিস্ট্রি অফিসের এজলাসে বসেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ।

আমতলী উপজেলার দলিল লেখক নেতা মোঃ আলমগীর হোসেন আমাদেরকে জানান এখন জমি ক্রয়-বিক্রয়ের সিজন। প্রচুর দলিলের চাপ। প্রতিদিন দলিল লেখা হচ্ছে কিন্তু দলিল রেজিস্ট্রি হতে এক-দেড় মাস লেগে যাচ্ছে। আলমগীর হোসেন আরও বলেন সাব-রেজিস্টার সপ্তাহে দুদিন বসলো দেরি করে এজলাসে উঠেন। এতে অনেক সময় কাজ করতে রাত হয়ে যায়। শীতের রাতে অনেক ভোগান্তি হচ্ছে। দুই দিনে প্রায় ৩০০ দলিল রেজিস্ট্রি হওয়ার জন্য জমা হয়। কিন্তু রেজিস্ট্রি হয় ৮০ থেকে ১০০ টি।এতে দলিল রেজিস্ট্রির সিরিয়াল জমা হচ্ছে। এছাড়া দলিলদাতা ও গ্রহীতা তারা আমাদের কাছে তাদের ভোগান্তি কথা স্বীকার করে। তারা বলেন একটি দলিল রেজিস্ট্রি করতে শহরে কয়েকবার আসতে হয়।অনেক সময় বয়স্করা এই শীতের সময় খুব কষ্ট করে এসে কাজ না হয়ে ফিরে যাচ্ছে।এতে তাদের আর্থিক ও শারীরিকভাবে খুব ক্ষতি হচ্ছে। ভুক্তভোগী নাসির গাজী, গ্রামঃ তারিকাটা,- রেজিস্ট্রি হচ্ছেনা টাকা পাচ্ছিনা ব্যাংকের ঋণের টাকা জমা দিব তাও দিতে পারছি না বলে বিভিন্ন অভিযোগ করেন। এছাড়াও অভিযোগ করেন মোঃ বাবুল (গ্রাম সোনাখালি) জাকির গাজী (গ্রাম কাউনিয়া) আমতলী উপজেলা।

সংগত স্বাভাবিক কার্যদিবসে প্রতিদিন দলিল রেজিস্ট্রি না হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয়ে বাধা খাচ্ছে। উল্লেখ্য গত জানুয়ারী২০২১ তারিখ আমতলী রেজিস্ট্রি অফিস থেকে ৯৩ লাখ ৯৪ হাজার ৭০৪ টাকা রাজস্ব আদায় হয়েছে যা স্বাভাবিকের তুলনায় খুবই কম। তাই দলিল লেখকদের দাবি ঊর্ধ্বতনa কর্তৃপক্ষের নিকট অনতিবিলম্বে একজন পূর্ণকালীন রেজিস্টার আমতলী উপজেলায় প্রেরণ করা হয়।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top