কাভার্ডভ্যানের ধাক্কায় প্রবাসী দুই খালাতো ভাই নিহত
Nasir Uddin | প্রকাশিত: ৪ মার্চ ২০২৫, ১০:০৭

চাঁদপুর শহরের পুরানবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ইতালি প্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে শহরের পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইতালি প্রবাসী মো. অভি দেওয়ান (১৮) এবং মো. নিলয় মিয়া (২০)। তারা অভিভাবকদের সঙ্গে ইতালি বাস করতেন বলে স্বজনরা জানান। নিলয় সম্পর্কে অভির খালাতো ভাই।
স্থানীয়রা ও নিহতদের স্বজনরা জানান, তারা দুজনই ইতালি প্রবাসী। গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে চাঁদপুর আসেন। সোমবার রাতে তারা দুজন একটি মোটরসাইকেল নিয়ে বের হয়ে নতুন বাজার মার্কেটে শার্ট কেনার জন্য রওনা হন। এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে দ্রুতগতিতে একটি সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের নিচে মোটরসাইকেলসহ পড়ে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অভি মারা যান। আর নিলয়কে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে পথে তারও মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ঘটনার পর পুলিশ মরদেহ দুটির সুরতহাল করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটিকে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে রয়েছেন এবং ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।