জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

Nasir Uddin | প্রকাশিত: ৮ মার্চ ২০২৫, ১১:২০

ছবি: সংগৃহীত

জামালপুর শহরে ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো চার জন। শনিবার (৮ মার্চ) ভোর ৬ টার দিকে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন, জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাকচালক জুয়েল আকন্দ কালু ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিস্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এসময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার (লং ভিয়ে ক্যাল) একটি ট্রাক সরাসরি দাড়িয়ে থাকা ট্রাকে আঘাত করে। ঘটনাস্থলে মারা যান ট্রাকচালক জুয়েল। তিনজন আহত হয়।

দুর্ঘটনার পরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়কে দাড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকে একটি মোটর সাইকেল সরাসরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফয়সল আতিক বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো আটক করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top