রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

বোনের বাড়িতে ধর্ষণের শিকার শিশু লাইফ সাপোর্টে

রাজীব রায়হান | প্রকাশিত: ৮ মার্চ ২০২৫, ১৬:৫৩

ছবি: সংগৃহীত

মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে। অচেতন অবস্থায় শিশুটিকে বৃহস্পতিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুড় বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির দুলাভাইয়ের বাবা হিটু শেখকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এবং শুক্রবার ভোর সকালে দুলাভাই সজীব শেখকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

ধর্ষণের শিকার শিশুটির বাড়ি জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে। মেয়েটি তার দুলাভাই নিজনান্দুয়ালী গ্রামের সজীবের বাড়িতে বেড়াতে এসেছিল। হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে একজন মহিলা (মেয়েটির বোনের শাশুড়ি) গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েটিকে হাসপাতালে এনে উৎসুক লোকজনের ভিড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়েটির মা এসে বলে আমার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে।

এর কিছুক্ষণ পরই মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে রাতে মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তকা (ওসি)আয়ুব আলী বলেন, ‘ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা দুইজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেউই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেননি। শিশুটির পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top