পাবনায় বেড়েছে শীতের তীব্রতা, চলছে মাঝারি শৈত্যপ্রবাহ
পাবনা থেকে | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২১, ২০:০৫
উত্তরের জনপদ পাবনায় বেড়েছে শীতের তীব্রতা। চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। রাত ১০ টার পর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পরছে।
ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে বিভিন্ন যানবাহনকে। নষ্ট হচ্ছে বিভিন্ন ক্ষেতের ফসল। অসহনীয় শীতের কারণে দুর্ভোগে পরেছে নিম্ন আয়ের মানুষেরা। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসের কারণে কমছে না শীতের তীব্রতা।
পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, রোববার পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।