কক্সবাজারে ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
কক্সবাজার থেকে | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২১, ২০:১৮
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নূর (আবাসিক) হোটেল থেকে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে ২৯ হাজার ২শ৭০ পিস ইয়াবাসহ সালাউদ্দিন সুমন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। আটক সালাউদ্দিন সুমন ফেনী দাগনভূইয়া এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ১ জনকে আটক এবং ২৯ হাজার ২শ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সব স্বীকার করে বলেছেন, দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ জেলা ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।