শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

কালিয়াকৈরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

Nasir Uddin | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১০:৪৯

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা টু ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি কালিয়াকৈর যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্রীপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক ও নারীসহ তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন ওই সিএনজিতে থাকা অপর এক যাত্রী। পরে আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী। তবে তাৎক্ষণিকভাবে এ সংঘর্ষের ঘটনায় আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। তবে এখনো আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top