শখ পূরণ করতে হেলিকপ্টারে নিজ গ্রামে ফিরলেন ইতালি প্রবাসী, মানুষের ঢল
রাজীব রায়হান | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১২:০৯

শখ পরিপূর্ণতার অনুভূতি দেয়। জীবনে আনন্দ এবং সন্তুষ্টি নিয়ে আসে। তাই শখ পূরণে মানুষের নানা আয়োজন থাকে। কথায় আছে, শখের তোলা আশি টাকা। তাইতো শখ পূরণে অর্থ খরচ করতে মানুষ সংকোচ করেন না।
মাদারীপুর পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের কাদের বেপারীর পুত্র উজ্জ্বল বেপারী। জীবন জীবিকার তাগিদে লিবিয়া হয়ে গত ছয় বছর আগে পাড়ি জমান ইতালি ।
পরে মা-বাবা, স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদেরও ইতালি নিয়ে যান। এরপর বাবা মাসহ তাদের শখ জাগে নিজগ্রামে ফিরবেন হেলিকপ্টারে চড়ে। কারন এই প্রত্যন্ত গ্রামে কখনো নামেনি হেলিকপ্টার। গ্রামের সহজ সরল মানুষগুলোও কখনো কাছ থেকে দেখেনি আকাশ যান। তাই হেলিকপ্টারে গ্রামে আসার আয়োজন করা হয়।
যেই ভাবা সেই কাজ। শখ পূরণে ৮ বছর পরে হেলিকপ্টারে চড়ে গ্রামে এলেন ইতালি প্রবাসী। গেল সোমবার দুপুরে হেলিকো এভিয়েশনের হেলিকপ্টার নামে নিজগ্রামের বাড়ির মাঠে। পরে সেখানে তাদের ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী ও স্বজনরা।
যেন এক উৎসবমূখর মিলন মেলার সৃষ্টি হয় সেখানে। মিষ্টি বিতরণ করা হয় এলাকাজুড়ে। নারী, পুরুষসহ কৌতুহলী মানুষের ভীড় ছিল চোখে পড়ার মত। অনেকেই জীবনে প্রথমবার হেলিকপ্টার দেখার আনন্দে ছিলেন উচ্ছসিত। হেলিকপ্টার কোম্পানীর পক্ষ থেকে তৈরি করা হয় নিরাপত্তা বেষ্ঠনী।
মা-বাবার ইচ্ছা ও নিজের শখ পূরণ করতেই হেলিকপ্টারে গ্রামে ফিরলেন উজ্জ্বল। বাবা মায়ের স্বপ্ন পূরণে এগিয়ে আসুক সন্তান- এমনটাই প্রত্যাশা সকলের।
বিষয়: শখ পূরণ হেলিকপ্টার ইতালি প্রবাসী মানুষের ঢল মাদারীপুর পেয়ারপুর গাছবাড়িয়া গ্রাম কাদের বেপারী উজ্জ্বল বেপারী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।