ফকিরহাটে প্রথম ধাপে করোনা টিকা পাবে ৪ হাজার ৮'শ জন

বাগেরহাট থেকে | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৫৪

ফকিরহাটে প্রথম ধাপে করোনা টিকা পাবে ৪ হাজার ৮'শ জন

বাগেরহাটের ফকিরহাটে কোভিড-১৯ প্রতিরোধে ৪ হাজার ৮শ পিস টিকা এসে পৌঁছেছে। সরকার নির্ধারিত কোটা অনুযায়ী টীকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সূত্রে জানা গেছে, জেলা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে রবিবার (৭ ফেব্রুয়ারি) করোনা ভাইরাস টিকার ১ম ডোজ ব্যবহারে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার জানান, আমাদের হাতে ৪ হাজার ৮০০ টিকা এসে পৌঁছেছে। নির্দিষ্ট একটি ফরম পুরনের মাধ্যমে তালিকা প্রস্তুতকরণের মধ্য দিয়ে ফকিরহাটে প্রথম ধাপে ২ হাজার ৪০০ জনকে দেয়া হবে করোনা টিকার ১ম ডোজ।

প্রথম ধাপে যারা পাবেন স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় কর্মরত কোভিড-১৯ সচেতনতায় নিয়োজিত ফ্রন্টলাইনারস, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তি সহ ৫৫ বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে এমন ব্যক্তিরাই অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক তথ্য সেবা কেন্দ্র ছাড়াও নির্দিষ্ট ওয়েবসাইট এর মাধ্যমে ওই ফরম পূরণ সাপেক্ষে টিকা প্রাপ্তি বিষয়টি নিশ্চিত হবে বলেও জানিয়েছেন তিনি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top