পাবনায় করোনার টিকা প্রয়োগ শুরু

পাবনা থেকে | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২১, ০০:৫২

পাবনায় করোনার টিকা প্রয়োগ শুরু

সারা দেশের ন্যায় পাবনা মহামারি করোনা প্রতিরোধে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স টিকা নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি রোস্তম আলী, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম, পাবনার সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন,পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আইয়ুব আলীসহ অনেকে থেকে টিকা গ্রহণ করেন। প্রথম দিনে পাবনায় ১’শ জনকে টিকা দেওয়া হয়।

পাবনা জেনারেল হাসপাতালের ৮ টি বুথে এবং প্রয়োজনে সিভিল সার্জন অফিস ও পুলিশ লাইন হাসপাতালে টিকা প্রদান করা হবে।

সিভিল সার্জন অফিস সূত্র জানায় পাবনায় ১ম ধাপে ৮৪ হাজার ভ্যাকসিন আসছে। জেলায় এখন পর্যন্ত ২৫ হাজার ৮’শ৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর করোনা পজিটিভ ১৬ হাজার ৭৫ জন। আর মারা গেছে ১১ জন। সুস্থতার হার শতকরা ৮২.০৮।


এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top