চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হবে সাড়ে ৫ হাজার প্রতিযোগীর ম্যারাথন
চাঁপাইনবাবগঞ্জ থেকে | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২১, ১৭:০২
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে দেশব্যাপী অনুষ্ঠিত ম্যারাথন প্রতিযোগিতার প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক জানান, আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ৯টায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও দপ্তরের প্রায় সাড়ে ৫ হাজার অংশগ্রহণ করবে এবং সকলকে সনদপত্র প্রদান করা হবে। জেলা শহরের আ.হ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়াম থেকে শুরু হয়ে শান্তিমোড়, বিশ্বরোড, অক্ট্রয় মোড়, ফায়ার সার্ভিস, উদয়ন মোড়, নিউমার্কেট হয়ে শেষ হবে পুরাতন স্টেডিয়ামে।
সভায় উপস্থিত ছিলেন, ম্যারাথন প্রতিযোগিতার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক মেজর মেজর মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা বেগম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের প্রতিনিধি।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা-প্রতিষ্ঠান ম্যারাথন বিশ্বরোড অক্ট্রয় মোড় ফায়ার সার্ভিস উদয়ন মোড় নিউমার্কেট পুরাতন স্টেডিয়াম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।