ছাতকের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪০
সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২১, ১৭:২৮
সুনামগঞ্জের ছাতকের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার আগিজাল গ্রামের মৃত আলকাছ আলী’র পুত্র সফিকুল ইসলাম ও নূরুল হকের পুত্র বদরুল হকের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ক’দিন ধরে উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনাও বিরাজ করছিল। তারই জের ধরে রবিবার দুপুরে বিরোধকৃত ভূমিতে কথা কাটা-কাটির পর হাতা-হাতির ঘটনার জের ধরেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।