চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক জরিমানা দিতে আর যেতে হবেনা থানায়

চাঁপাইনবাবগঞ্জ থেকে | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২১, ১৬:৫৯

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক জরিমানা দিতে আর যেতে হবেনা থানায়

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ই-ট্রাফিকিং কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় শহরের বিশ্বরোড এলাকার সার্জেন্ট আতাউর রহমান পুলিশবক্স চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।

এসময় পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব জানান, ই-ট্রাফিকিংয়ের মাধ্যমে ট্রাফিক জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা যাবে। কাউকে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হলে তা পরিশোধ করতে আর থানায় অথবা ট্রাফিক বিভাগে যেতে হবে না। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও আধুনিক ট্রাফিকিং সিস্টেমের আওতায় ট্রাফিক জরিমানা সহজীকরণের লক্ষে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ বিভাগ। ঘটনাস্থলেই তাৎক্ষনিক সেবা পাবেন গ্রহীতারা।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এস. এ. এম ফজল-ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইকবাল হোছাইনসহ অন্যান্য কর্মকর্তা।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top