চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৬২
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২১, ২০:৫৬
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৭১৮টি নমুনা পরীক্ষা করে করোনা নতুন শনাক্ত হয়েছে ৬২ জনের। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে ৩৩ হাজার ৫৮৬ জন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিভিন্ন ল্যাবে ১ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষায় ৬২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরে ৪৮ জন এবং উপজেলায় ১৪ জন।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষা করে ৯ জন, বিআইটিআইডি ল্যাবে ৮৩৩টি নমুনা পরীক্ষা করে ৯ জন, চমেক ল্যাবে ৬৪০টি নমুনা পরীক্ষা করে ৮ জন, সিভাসু ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা করে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়। তাছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।