নীলফামারীতে বাড়ছে টিকা গ্রহণকারীদের সংখ্যা

নীলফামারী থেকে | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৩০

নীলফামারীতে বাড়ছে টিকা গ্রহণকারীদের সংখ্যা

নীলফামারীতে মানুষের মধ্যে দিন দিন টিকা গ্রহণের আগ্রহ বাড়ছে। এ জেলায় টিকা গ্রহণকারীদের কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারী) সকালে প্রায় প্রতিটি টিকাদান কেন্দ্রে আগ্রহী নিবন্ধিত মানুষের উপচেপড়া ভিড়।

সেবাদানকারী স্বাস্থ্য কর্মীরা ভিড় সামলাতে হিমসিম খাচ্ছে। টিকা নিতে আগ্রহী নিবন্ধিত সৈয়দপুরের কামারপুকুর কলেজের প্রভাষক ও স্থানীয় সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ জানান, ২য় দিনে আমার এক পরিচিতজন টিকা নিয়েছে। খোঁজ নিয়ে জেনেছি তার এখনো কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি; তাই আমিও নিবন্ধন করে ৪র্থ দিনে টিকা গ্রহণ করতে এসেছি।

জেলা স্বাস্থ্য বিভাগ টিকা গ্রহণকারী ব্যক্তিদের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে অন্যান্যদের টিকা গ্রহণে উৎসাহিত করছে। তাই টিকা নিতে এখন আগ্রহ দেখাচ্ছেন অনেকেই।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত বুধবার পর্যন্ত নীলফামারীর সদরের ২৫০ শয্যা হাসপাতালে ১৪৯০, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ৩২০, সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ১৫০, ডোমার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫০, ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৩০, জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০০ ও কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৬০ জন টিকা নিয়েছেন।
জেলা সিভিল সার্জেন ডা. জাহাঙ্গীর কবির জানান, টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। তাই টিকা নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। নিবন্ধন করে পর্যায়ক্রমে সকলকে তিনি টিকা গ্রহণের আহবান জানান।

এনএফ৭১/জেএস/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top