গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত এক, আহত ২১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৫৬

গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত এক, আহত ২১

গাজীপুরের শ্রীপুর উপজেলায় হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদনকারী এএসএম কেমিক্যাল লিমিটেড নামের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে লাগা এই আগুন প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে।

আগুনে কারখানাটির সিংহভাগই পুড়ে ছাই হয়ে গেছে। একইসঙ্গে আগুনে পুড়ে যাওয়া একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় আহত হয়েছেন ২১ জন।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের এএসএম কেমিক্যাল লিমিটেড নামক কারখানার হাইড্রোজেন পার অক্সাইড প্ল্যান্টের বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে কারখানার ২০/২২ জন শ্রমিক আহত হয়েছেন।

আহতরা হলেন- ওই কারখানার সাপ্লাইম্যান মো. টুটুল, সহকারি প্রকৌশলী আমিনুল ইসলাম, অপারেটর আবির হোসেন, রোকুনুজ্জামান, কর্মকর্তা ওয়াসিম আকরাম, ইসহাক, সুজা উদ্দিন, সিলভেস্টা, আশরাফুল, মনির ও আমিনুল। আহতদের মধ্যে কয়েকজন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার কাজ চলাকালে রাত পৌনে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত কারখানার ৭ তলা ভবনের নিচতলায় এক ব্যক্তির পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নিখোঁজ থাকা শ্রমিক আলমগীর হোসেন বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা ও আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেননি এ কর্মকর্তা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top