পৌর নিবার্চনের

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৩ জনের সাজা

চুয়াডাঙ্গা থেকে | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২১, ১৯:২৪

ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর পৌর নিবার্চনের আচরণবিধি লঙ্ঘনের অপরাধে অবৈধ অস্ত্রসহ যুবলীগনেতা জুম্মাত মণ্ডলসহ ৩ জনকে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জুম্মাত মণ্ডলসহ দুজনকে ২ মাসের কারাদণ্ড এবং তার অপর সঙ্গীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জীবননগর পৌরসভার ৯নং ওয়ার্ড নতুন তেঁতুলিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন তাদেরকে এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসাদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য জুম্মাত মণ্ডলসহ অন্যান্যরা দেশিয় অস্ত্র নিয়ে রাস্তার মহড়া দিচ্ছিলেন। এসময় নিয়োজিত থাকা চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন পুলিশ ফোর্স নিয়ে অভিযানে ছিলেন। পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন তেঁতুলিয়া গ্রামে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেবার সময় তাদের আটক করে।

এনএফ৭১/জেএস/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top