শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ থেকে | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২১, ১৭:১৭

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামের বরডাঙ্গা নামক স্থানে এই ঘটনা ঘটে।

ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, সেদিন দুপুরে অজ্ঞাত এক ব্যক্তি বাড়িতে এসে পানি পান করতে চেয়ে বাড়ির ভেতরে ঢুকে মেয়েটিকে হত্যার ভয় দেখিয়ে মুখে গামছা বেধে জোরপূর্বক ধর্ষণ করে। বর্তমানে সে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন। এ ঘটনায় ধর্ষিতার মেয়ের পিতা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর থানায় মামলা করেছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনাটির সত্যতা স্বীকার করে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, ধর্ষণের খবর পেয়ে ভিকটিমের বাড়ি গিয়ে তথ্য নিয়ে সন্দেহভাজন তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার ধরে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। দ্রুত তদন্ত করে অপরাধীদের শনাক্ত করা হবে বলেও জানান ওসি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top