কক্সবাজারে অপহৃত আরও ২ রোহিঙ্গা নেতা উদ্ধার
ককাসবাজার থেকে | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৩৪
কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর শরণার্থী শিবির থেকে অপহৃত ৫ রোহিঙ্গা নেতার মধ্যে বাকি ২ জনকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে আমর্ড ফোর্স ব্যাটালিয়ান (এপিবিএন)।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বালুখালী ক্যাম্প এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এরাসহ অপহৃত ৫ রোহিঙ্গা মাঝিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএনএর অধিায়ক তারিকুল ইসলাম। উদ্ধারকৃতরা হলেন ২২ ক্যাম্পের বি-২ ব্লকের হেড মাঝি মো. রফিক, একই ক্যাম্পের সি ব্লকের হেড মাঝি আমান উল্লাহ।
প্রসঙ্গত, বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর শরণার্থী শিবির থেকে ৫ রোহিঙ্গা নেতাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে তিনজনকে পরদিন এবং বাকি ২ জনকে শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।