গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন'
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২১, ২৩:২০
মুজিব জন্মশতবর্ষ পালন উপলক্ষে আগামীকাল সোমবার গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথান' দৌড় প্রতিযোগীতা। বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইস্ট বেঙ্গল এর ৫৫ পদাতিক ডিভিশন এ ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজন করেছে।
এ ম্যারাথন দৌড় উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান কো-অর্ডিনেটর ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামীকাল সোমবার বিকেল ৩টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হবে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা। ৫ কিলোমিটার পথ পারি দিয়ে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এসে এ ম্যারাথন দৌড় শেষ হবে। এতে জেলা সদরে তিন হাজার লোক অংশ নেবেন। এছাড়া আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি জেলার অন্য ৪ উপজেলায় ২ হাজার লোকের উপস্থিতিতে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হবে।
এ সংবাদ সম্মেলনে সাংবাদিক মোজ্জাম্মেল হোসেন মুন্না, এসএম নজরুল ইসলাম, বাদল সাহা, একরামুল কবি, সলিল বিশ্বাস মিঠু, সৈয়দ আকবর হোসেনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।