গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন'

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২১, ২৩:২০

গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন'

মুজিব জন্মশতবর্ষ পালন উপলক্ষে আগামীকাল সোমবার গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথান' দৌড় প্রতিযোগীতা। বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইস্ট বেঙ্গল এর ৫৫ পদাতিক ডিভিশন এ ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজন করেছে।

এ ম্যারাথন দৌড় উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান কো-অর্ডিনেটর ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামীকাল সোমবার বিকেল ৩টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হবে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা। ৫ কিলোমিটার পথ পারি দিয়ে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এসে এ ম্যারাথন দৌড় শেষ হবে। এতে জেলা সদরে তিন হাজার লোক অংশ নেবেন। এছাড়া আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি জেলার অন্য ৪ উপজেলায় ২ হাজার লোকের উপস্থিতিতে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হবে।

এ সংবাদ সম্মেলনে সাংবাদিক মোজ্জাম্মেল হোসেন মুন্না, এসএম নজরুল ইসলাম, বাদল সাহা, একরামুল কবি, সলিল বিশ্বাস মিঠু, সৈয়দ আকবর হোসেনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top