গোপালগঞ্জে নজরুল পাবলিক

লাইব্রেরীর শতবর্ষ পূর্তি উপলক্ষে পাঠ উৎসব শুরু

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ১৭:২৫

লাইব্রেরীর শতবর্ষ পূর্তি উপলক্ষে পাঠ উৎসব শুরু

গোপালগঞ্জে নজরুল পাবলিক লাইব্রেরীর শতবর্ষ পূর্তি উপলক্ষে ১৪ দিনব্যাপী পাঠ উৎসব শুরু হয়েছে। নজরুল পাবলিক লাইব্রেরী এ পাঠ উৎসবের আয়োজন করেছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে লাইব্রেরী প্রাঙ্গণে ফিতা কেটে এ পাঠ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: ইলিয়াছুর রহমান, লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা বাপী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি লাইব্রেরীতে বেশ কিছু শিক্ষণীয় বই তুলে দেন এবং লাইব্রেরীটি ঘুরে দেখেন এবং প্রতি বছর পহেলা ফাল্গুন থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে এই লাইব্রেরীতে পাঠ উৎসব আয়োজন করা হবে বলে ঘোষণা দেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে বই পড়ার আহবান জানিয়ে বলেন, শতবর্ষি এই লাইব্রেরীতে অনেক বিখ্যাতি মনিষীর বই আছে। এসব বই পাঠ করলে অনেক অজানাকে জানা ও শেখা যাবে। আর বই পাঠের মাধ্যমে নিজের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করা সম্ভব। তাই বই পড়ার বিকল্প অন্য কিছু হতে পারে না। আমরা সকলে কিছু সময়ের জন্য হলেও বই পড়বো।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top