সীমান্ত থেকে পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ০০:৪৬
পঞ্চগড় উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত থেকে ওমর ফারুক নামে বাংলাদেশি এক পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন ওই সীমান্তের মেইন পিলার ৭৫৩ এর ৭ ও ৮ নং সাব পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হচ্ছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ৮টায় পুলিশ কনস্টেবল ওমর ফারুকসহ পঞ্চগড় পুলিশের তিন সদস্য পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত এলাকায় যায়। এ সময় কয়েকজন ভারতীয় মাদক কারবারির সঙ্গে তাদের তর্ক হয়। একপর্যায়ে তারা ওমর ফারুককে আটক করে মারধর করে। পালিয়ে যায় পুলিশের অপর দুই সদস্য। পরে পার্শ্ববর্তী ভারতীয় চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা এসে তাকে আটক করে নিয়ে যায়। তবে তারা কেন সীমান্ত এলাকায় গিয়েছিলেন তা জানে না বিজিবি।
ঘটনাস্থলের পাশের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, ভারতীয়দের মাধ্যমে আমরা জেনেছি, পুলিশের ওই তিন সদস্য সীমান্ত এলাকায় মাদক দ্রব্য আনতে গিয়েছিলেন। স্থানীয়দের সঙ্গে এ বিষয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা এসে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।