গোপালগঞ্জে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন' দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১৬:০৭

গোপালগঞ্জে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন' দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

মুজিব জন্মশত বর্ষ পালন উপলক্ষে গোপালগঞ্জে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন' দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এই ম্যারথনের আয়োজন করে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে এ ম্যারাথনের দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

পরে সেখান থেকে শুরু হয়ে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এসে শেষ হয়। এ ম্যারাথন দৌড়ে প্রতিযোগীতায় সদর উপজেলার প্রায় তিন হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে।

ম্যারাথনে সরকারী বঙ্গবন্ধু কলেজের আনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মো: ফয়সাল কাজী প্রথম, খলিলুর রহমান ডিগ্রী কলেজের এইচএসসির ১ম বর্ষের শিক্ষার্থী মো: সৌরভ কাজী দ্বিতীয় ও গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীর মো: আশরাফুল মোল্যা তৃতীয় হন।

শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনসহ ২০ জন বিজয়ীর হাতে কাপ ও ক্রেস্ট তুলে দেন। এ সময় যশোর সেনা নিবাসের লে: কর্ণেল মোহাম্মদ আলমগীর হোসেন ও কো-অর্ডিনেটর ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ উপস্থিত ছিলেন।

এছাড়া আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি জেলার অন্য ৪ উপজেলায় ২ হাজার প্রতিযোগীর উপস্থিতিতে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top