শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মুন্সীগঞ্জের শ্রীনগরে এবিটির সদস্য গ্রেপ্তার

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১৭:০৫

আসামি আব্দুল আলিম

মুন্সীগঞ্জের শ্রীনগর থানাধীন কবুতরখোলা এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এজাহারনামীয় পলাতক আসামি আব্দুল আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনাট (এটিইউ)।

এসময় তার কাছ থেকে ১টি মোবাইল, ৪টি সিমকার্ড, ২টি উগ্রবাদী বই ও চ্যাটিংয়ের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আব্দুল আলিম টেলিগ্রাম গ্রুপ ‘এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী’ গ্রুপের অ্যাডমিন হিসেবে কাজ করছিলেন। গত ১০ ফেব্রুয়ারি এই গ্রুপের ২জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলিম ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে জঙ্গিবাদ প্রচারণার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়া, সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার এবং নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিলেন।

প্রসঙ্গত, আলিম গত ১০ ফেব্রুয়ারি নরসিংদীর রায়পুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার পলাতক আসামি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top