শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সিলেটের জাফলংয়ে ১২ শ্যালো মেশিন ধ্বংস

সিলেট থেকে | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১৭:১৮

সিলেটের জাফলংয়ে ১২ শ্যালো মেশিন ধ্বংস

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের স্থানীয় নয়াবস্তি বল্লাঘাট এলাকায় সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনকালে ১২ শ্যালো মেশিন ধ্বংস করেছে টাস্কফোর্স। একই সঙ্গে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর।

সহকারী কমিশনার বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন চলছে- এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২ শ্যালো মেশিন ধ্বংস এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top