দিনাজপুরে ট্রাকচাপায় শিশু নিহত, চালক গ্রেপ্তার
দিনাজপুর থেকে | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৩৪
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারের তিন রাস্তার মোড়ে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ হাসান নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক নাজমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শিশু হাসান শহরের বনোমালীপাড়ার ভ্যানচালক পয়গাম হোসেনের ছেলে। আর গ্রেপ্তার নাজমুল ইসলাম রংপুরের তাজহাট থানার মঙ্গলের বাগ এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবী হোসেন খান জানান, বাজার থেকে শিশু হাসান বাইসাইকেল নিয়ে নিজ বাসায় ফিরছিল। পথিমধ্যে তিন রাস্তা মোড়ে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে শিশু হাসান গুরুতর আহত হয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশু হাসানকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালক নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পালিয়ে গেছে। এ ব্যাপারে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: গ্রেপ্তার পুলিশ দিনাজপুর বোচাগঞ্জ থানা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।