কক্সবাজারের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

কক্সবাজার থেকে | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৪১

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

এতে জাফর আলম নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে ৮ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তাজা গুলি, খালি খোসা ও রামদা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৫ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‍্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫ এর একটি দল। র‍্যাবের উপস্থিত টের পেয়ে গুলি করতে থাকে। র‍্যাব সরকারি সম্পত্তি ও আত্মরক্ষার্থে পালটা গুলি চালায়। এতে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ হয়।

এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

সদর হাসপাতালে আহত ব্যক্তির অবস্থার অবনতি হলে আরও উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top