সাভারে মদ্যপ অবস্থায় ফাহিম গ্যাংয়ের হামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১৮:০৮

সাভারে মদ্যপ অবস্থায় কিশোর গ্যাংয়ের হামলা

সাভারে পহেলা ফাগুন ও বিশ্বভালবাসা দিবসের রাতে এনাম মেডিকেল সংলগ্ন এলাকায় মদ্যপ অবস্থায় দু,জনকে আহত ও এক কিশোরীকে লাঞ্ছিতের ঘটনা ঘটায় ফাহিম গ্যাংয়ের সদস্যরা।

রোববার (১৪ ফেব্রুয়ারি) এনাম মেডিকেল সংলগ্ন এলাকায় সংঘটিত ওই ঘটনায় বাধা দিতে গিয়ে নাজেহাল হয় এক পুলিশ সদস্যও। সাভারে ক্রমেই বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের উৎপাত। এসব ফাহিম গ্যাংদের কারনে সাভারে খুন, ধর্ষণ ও ইভটিজিংয়ের মতো জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে হর-হামেশাই।

জানা যায়, ১৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে সাভার আবুল কামে সন্দ্বীপ সড়কের (থানা রোড) এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাখাওয়াত হোসেন ফাহিম (২০) নামে এক কিশোরের নেতৃত্বে ১৫-২০ জন বখাটে মদ্যপ অবস্থায় এক কিশোরীকে (১৬) ইভটিজিং করতে থাকে। এসময় কাজী মোকমাপাড়ার সৌরভ ও আলিফ নামে দুই কিশোর এর প্রতিবাদ করলে এদের ওপর হামলা চালায় ফাহিম গ্যাংয়ের ফাহিমসহ, আল-আমিন, ফারিজ ও ১৫-২০ মদ্যপ বখাটে।

এতে মুহুরতে ব্যস্ততম ওই সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বখাটেদের উপস্থিতি বাড়তে থাকলে পুলিশ সেখানে পৌছে। এসময় ফাহিমসহ কয়েকজন পুলিশ সদস্যদের মারতে উদ্যত হয়ে অশ্লীল গালিগালাজ করে তাদেরকে গাড়িতে তুলে নিতে চায়। খবর পেয়ে পুলিশের সংখ্যা সেখানে বাড়তে থাকে। আধঘন্টার বেশী সময় ধরে চলা উত্তপ্ত পরিস্থিতিতে সৌরভ ও আলিফ আহত হন। নাজেহাল হয় এক পুলিশ সদস্য। আহতরা রাতে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।

পুলিশ ওই অবস্থা থেকে কিশোরীকে সরিয়ে নেয়। তার বাসা একই সড়কে। হামলায় নেতৃত্বদানকারী ফাহিম শ্যামপুর এলাকার আব্দুল হান্নানের চারপুত্রের মধ্যে একজন বলে জানা গেছে। এ ঘটনায় সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন আহত সৌরভ।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top