গোপালগঞ্জে দেশের সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৩৫
দেশের মধ্যে সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা নির্মাণ করা হয়েছে গোপালগঞ্জে। কোটালিপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের পশ্চিম কান্দি গ্রামে ৬০ ফুট দীর্ঘ সরস্বতী প্রতিমায় অঞ্জলি দিয়েছেন ভক্তরা।
প্রথমবারের মতো এতবড় সরস্বতী প্রতিমা দেখতে আশপাশের কয়েকটি জেলা ও উপজেলার উৎসুক মানুষ ভিড় করেন প্রতিমার সামনে।
প্রতিমাটি তৈরি করেছেন শিল্পী শ্রীবাস গাইন। ৩ জন সহকারী শিল্পীকে সাথে নিয়ে ২০ দিনের প্রচেষ্টায় তৈরি হয়েছে এ প্রতিমাটি। শিল্পী শ্রীবাস গাইনের দাবি ‘এটিই দেশের সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা’।
পূজা আয়োজক কমিটির কোষাধ্যক্ষ কমলেশ বিশ্বাস জানান, ভিন্ন রকম কোনও আয়োজনের উদ্দেশ্য থেকেই আমাদের এই দীর্ঘ প্রতিমা তৈরি হয়েছে। সরস্বতী মায়ের ভক্তরা এখানে এসে অঞ্জলি দিয়েছেন তাই আমাদের এই আয়োজন সার্থক হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।