নানা আয়োজনে স্বরসতী পূজা অনুষ্ঠিত

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৪৪

নানা আয়োজনে স্বরসতী পূজা অনুষ্ঠিত

করোনা মুক্তিসহ দেশ ও জাতির মঙ্গল কামনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন বাসা-বাড়ি, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে মন্দির তৈরি করে প্রতিমা স্থাপন করা হয়। পরে ভোর থেকে পুরোহিতের মন্ত্র উচ্চারণ, উলু ধ্বনি ও ঢাকের বাজনায় মুখরিত হয়ে ওঠে মন্দিরগুলো।

এরপর বিদ্যা ও জ্ঞান লাভের আশায় শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর পায়ে অঞ্জলি দেন নানা বয়সের ভক্তরা। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

করোনার কারনে মন্দিরগুলোতে মানা হয় স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব। জেলার বিভিন্ন সড়কগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। এদিকে, স্বরসতী পূজা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে ধর্মীয় যাত্রাপালা ও কবি গানের।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top