কাশিয়ানীর সিংগায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২১, ২২:৩৩

কাশিয়ানীর সিংগায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান

বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৭১তম মহা নামযজ্ঞানুষ্ঠান।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সিংগা অনাথ আশ্রম শ্রীকৃষ্ণ সেবা মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহরব্যাপী এই মহানামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলবে আগামী রবিবার দুপুর ২টা পর্যন্ত।

সিংগা গ্রামবাসীর সহযোগীতায় নামসংকীর্ত্তণ পরিবেশন করবে গোপালগঞ্জের নব সত্যনারায়ণ ও মহাপ্রভু সম্প্রদায়, মাদারীপুরের রঘুনাথজিউ ও জয়নিতাই সম্প্রদায়, কুষ্টিয়ার শচীনন্দন সম্প্রদায় এবং বাগেরহাটের জয়পাগল সম্প্রদায়। অনুষ্ঠানে আগত সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top