শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কর্ণফুলীতে নিখোঁজ আরও ১ জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১৯:৫৫

কর্ণফুলীতে নিখোঁজ  আরও ১ জনের মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদীতে পৃথক নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার, সদরঘাট নৌ থানা পুলিশ ও কোস্টগার্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

১৬ ফেব্রুয়ারি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নাহিয়ান আল ফারুকের মরদেহ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে ১১ নম্বর ঘাট এলাকায় ভেসে উঠলে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। নাহিয়ান কর্ণফুলী থানাধীন শাহমীরপুর এলাকার মো. মারজানের ছেলে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল এলাকায় পণ্যবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মো. আবুল কাশেম ও সাইদুল করিম নামে ২ জনের মরদেহ উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ ও কোস্টগার্ড।

নৌপুলিশ সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মো. কাশেম নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top