মাদারীপুরে গরু চোরচক্রের ৩ সদস্য আটক

মাদারীপুর থেকে | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২১, ২২:২৪

মাদারীপুরে গরু চোরচক্রের ৩ সদস্য আটক

মাদারীপুরে গরু চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার চরমুগিরয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মাদারীপুর সদর উপজেলার হজিরহাওলা গ্রামের তুহিন চোকদার, একই এলাকার মেহেদি হাসান ও সাইফুল কাজী।

এছাড়া সন্দেহভাজন হিসেবে আরও ৩ জনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তারা হলো, মাদারীপুর সদর উপজেলা হজিরহাওলা গ্রামের আসিফ হাওলাদার, রোমান বেপারী ও রানা বেপারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চরমুগরিয়া এলাকা থেকে গরু চুরি শেষে ট্রাকে করে পালিয়ে যাচ্ছে চোরচক্র। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে গতিরোধ করে তুহিন চোকদার, মেহেদি হাসান ও সাইফুল কাজী নামে ৩ জনকে আটক করে। এ সময় চুরি হওয়া দুটি গরু উদ্ধার ও ট্রাকটি জব্দ করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ গিয়ে আটক তিনজনতে গাড়িতে করে থানার উদ্দেশ্যে রওয়ানা দেয়া শুরু করে। এ সময় আসিফ হাওলাদার, রোমান বেপারী ও রানা বেপারী নামে তিন যুবক বাঁধা দেয় এবং চোরদের ছেড়ে দিতে সুপারিশ করে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে ৬জনকেই আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, ৩ গরু চোরকে হাতেনাতে ধরা হয়েছে। এছাড়া সন্দেহভাজন আরও তিনজন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top