• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হরিণাকুন্ডুতে ইভটিজিংয়ের দায়ে ২ যুবকের কারাদন্ড

ঝিনাইদহ থেকে | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২১, ১৫:৪৬

হরিণাকুন্ডুতে ইভটিজিংয়ের দায়ে ২ যুবকের কারাদন্ড

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক বে-সরকারি হাসপাতালের নার্সকে ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরপাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদন্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। কারাদন্ডপ্রাপ্তরা হলো- হজরত ও হালিম হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, দুপুরে উপজেলার চরপাড়া বাজার এলাকায় একজন নার্সকে উত্ত্যক্ত করার সময় ওই ২ যুবককে এলাকাবাসী ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তাদেরকে অবহিত করেন।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় এসিল্যান্ড রাজিয়া আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top